কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জন।
কুমিল্লা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্র জানায়, ৯৩টি নমুনা পরীক্ষায় ওই ১৫ জনের পজিটিভ পাওয়া যায়।
আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনের ২ জন, মুরানগরে ৭ জন, লালমাই উপজেলায় ২ জন এবং দেবিদ্বার উপজেলায় ৪ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৯ হয়েছে এবং এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।