কুমিল্লায় আরও ৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৪

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে মুরাদনগর উপজেলায় দুজন, তিতাস, মনোহরগঞ্জ এবং দেবিদ্বার উপজেলায় একজন করে রয়েছেন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জনে দাঁড়াল। ইতোমধ্যে আক্রান্তদের একজন মারা গেছেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, এ পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে ১১০৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৭৭৭ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ৪৪ জনের করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বাকীদের নমুনার পরীক্ষার ফল নেগেটিভ।