জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজারে আলুর পাইকারি আড়তগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্প্রতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো.আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ওই কমকর্তা জানান, আজ নিমসার বাজারে আলুর পাইকারি আড়তগুলোতে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাইকারি ক্রয় ভাউচার সংরক্ষণ না করে মিথ্যা ঘোষণা দিয়ে বেশি দামে আলু বিক্রি করায় মেসার্স সামিয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, বন্ধু বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা, আলমগীর আড়তদারকে ৫ হাজার টাকা, চাচা-ভাতিজা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মিনহাজ বাণিজ্যালয়কে ৫ হাজার টাকাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, পাকা ক্রয় রসিদ সংরক্ষণ করতে এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।