জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কুমিল্লা বিজিবি সেক্টরের উদ্যোগে আড়াই হাজার গরীব-দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ সোমবার সকাল পৌনে ১০ টায় বিবিরবাজার কোম্পানি সদরের মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাত মো: শাহরিয়ার ইকবাল। বিতরণকৃত খাদ্য তালিকায় ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু ও আধা লিটার তেল।
এ বিষয়ে ১০ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাত মো: শাহরিয়ার ইকবাল বলেন, বিজিবি সেক্টরের অধীনে কুমিল্লা জেলায় আড়াই হাজার অসহায়-নিস্ব পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল গোলাম ফজলে রাব্বি, উপ-অধিনায়ক মেজর রেজাউর রহমানসহ আরও অনেকে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান