কুমিল্লায় ইপিজেডের একটি কারখানায় শনিবার সকালে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
কুমিল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা জানান, কারখানার ভেতরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ইপিশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে একটি কারখানার চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ