কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সুপারির খোসায় রক্ষিত প্রায় ২৪ হাজার পিস ইয়াবাসহ ৩ বেদে নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুলাই) ভোরে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা সংলগ্ন বলদাখাল এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দাউদকান্দি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।
আজকের বাজার/এমএইচ