নগরীর রেইসকোর্সে হিউম্যান ডায়াগনষ্টিক এন্ড হসপিটালের এন এস ফার্মেসীতে কুমিল্লা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে । এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ হাজার টাকা হসপিটাল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম বাসসকে বলেন, অভিযানে এন এস ফার্মেসীতে ডায়াবেটিক হসপিটালের ডাক্তারের সীলমোহর, ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপত্র এবং নমুনা ওষুধ পাওয়া যাওয়ায় এন এস ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কুমিল্লা সিভিল সার্জন অফিসের একটি টিম এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।