কুমিল্লায় করোনা শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা দিন-দিন বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলায় করোন আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৬২ জনের।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মোবারক হোসেন জানিয়েছেন, জেলায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৪৪৩ জন। শনাক্তের হার ৪০ দশমিক ০৯ শতাংশ। এদের মধ্যে ১৮৬ জনই সিটি করপোরেশনের। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৬৭ জন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান