করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক ছিটানো এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরনসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মো. মিজানুর রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে জীবাণুনাশক দেন এবং সচেতনতার জন্য সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করেন।
এসময় বাজার কমিটির নেতারাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্যের মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মেয়র। এছাড়া, পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকার হাট-বাজারসহ বিভিন্নস্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ আখনূর রহমান