কুমিল্লাতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ৫৪৬ জন মারা গেছেন। একই সময় নতুন করে ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। কুমিল্লার সিভিল সার্জন ডা. মোবারক হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে ছয় জন পুরুষ ও দুই জন নারী। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৪৩ জনের। শনাক্তের হার ৪৮ দশমিক ০৭ শতাংশ। এদের মধ্যে ২০৩ জনই সিটি করপোরেশনের। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৩০ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৮৭ জন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান