কুমিল্লায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা জেলা

কুমিল্লার সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জুন) দিবাগত রাতে ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাস্টার ভিলার একটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শারমিন সুলতানা উপমা (২৪)। শারমিন ওই গ্রামের শিক্ষক মনিরুজ্জামানের মেয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ব্রাহ্মণপাড়ার মাইনুল ইসলামের ছেলে শাখাওয়াতের সঙ্গে কয়েক মাস আগে শারমিন সুলতানার বিয়ে হয়। শারমিনের শ্বশুরের পরিবার ঢাকায় থাকে। তার স্বামী থাকেন চট্টগ্রামে। শারমিন তার বাবার বাড়িতে থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মাস্টার্সে লেখাপড়া করতেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, সকালে ওই ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ