কুমিল্লা শহরের অজিত গুহ কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।তার নাম শিহাব উদ্দিন অন্তু (২২)।
মঙ্গলবার (১০জুলাই) রাতে ধর্মসাগরের পশ্চিম পাড়ে তার নিথর দেহ পাওয়া যায়।
নিহত অন্তু বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের মো. হুমায়ুন কবির ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা. শিরিন আক্তারের একমাত্র ছেলে। পরিবারটি নগরের রেইসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকে।
স্থানীয় যুবক স্বপন ও বশির জানান, রাত ৮টায় ধর্মসাগরের পশ্চিম পাড়ে অন্তুর দেহ পড়ে থাকতে দেখে নুরনবী ও তার সঙ্গীয়রা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে এবং ডান পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তারা। এ ঘটনায় বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন কুমিল্লা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
আরএম/