জেলায় করোনা বিপর্যস্ত পরিস্থিতি উত্তরণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কুমিল্লা আদর্শ সদর উপজেলা কৃষি অফিস আয়োজিত বিনামূল্যে বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল।
সদর উপজেলার ৬ ইউনিয়নের ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে এ শাক-সবজির বীজ তুলে দেন। ২০২০-২০২১ অর্থ বছরে বিনামূল্যে প্রদেয় এসব শাকের বীজের মধ্যে রয়েছে লাল শাক, ডাটা শাক, কলমি শাক, পুঁইশাক, মূলা শাক, পালং শাক এবং সবজির বীজ হলো শসা, লাউ, মিষ্টি কুমড়া, করলা, মরিচ, বরবটি ও শিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোরশেদ আলম প্রমূখ ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম বাসসকে বলেন, বর্তমান সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সাথে সাথে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি ও কৃষককে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। কৃষিতে প্রযুক্তির ব্যাবহার নিশ্চিত করাসহ কৃষির উপকরণ খাতে ভর্তুকি প্রদান, কৃষি ঋণ বিতরণ ও প্রশিক্ষণসহ নানামুখী উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন বাড়াতে সচেষ্ট রয়েছে। উন্নত জাতের সবজি চাষ আপনাদের পরিবারে পুষ্টি নিশ্চিত হবে। বিক্রি করে অর্থনৈতিকভাবেও লাভবান হবেন কৃষকরা। কীটনাশকমুক্ত এ সবজি উৎপাদন ভেজাল খাদ্য ঝুঁকি কমাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বাসসকে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সরকারের দূরদর্শী পদক্ষেপ গ্রহণের কারণে আজকে আমরা খাদ্যে ঘাটতি কাটিয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কৃষির প্রতি জোর দিয়েছেন। এ বিষয়ে কৃষক ও মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের ভূমিকা রাখতে হবে।