কুমিল্লায় বাসার সামনে থেকে কৌশলে ডেকে নিয়ে এক গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী চারজনের বিরুদ্ধে শুক্রবার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহপরিচারিকা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি প্রসূতি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই গৃহপরিচারিকা বারপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় ওই এলাকার সফিক সর্দারের ছেলে আনিছ এবং তার তিন সহযোগী জাবেদ, সজিব ও মিঠু কৌশলে পাশ্ববর্তী ইয়াছিন মিয়ার বাড়ির একটি মেসের কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে থাকা অন্যদের মারধর করে কক্ষ থেকে বের করে দিয়ে ওই গৃহপরিচারিকাকেও নির্যাতন করা হয়। একপর্যায়ে দরজা বন্ধ করে আনিছ তাকে ধর্ষণ করে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, ‘মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’ সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান