কুমিল্লায় গোমতী নদীর বেড়ি বাঁধের ভেতর ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজার সংলগ্ন গোমতী নদীর বেড়ি বাঁধের ভেতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মোহাম্মদ আলী (২৩) কুমিল্লা দেবিদ্বার উপজেলার চাঁনপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম জানান, মোহাম্মদ আলী শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে মরদেহ দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
সূত্র:ইউএনবি
আজকের বাজার/লুৎফর রহমান