কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উত্তর শাকতলী গ্রামের চাতিয়াপাড়া ঘুরতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে ১১ বছরের এক হাফেজিয়া মাদরাসাছাত্র।
সোমবার এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আনা মিয়া উপজেলার উত্তর শাকতলী গ্রামের ছাতিয়াপাড়ার সোলতান আহাম্মদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মক্রবপুর ইউনিয়নের হাফাঁনিয়া গ্রামের ১১ বছরের শিশু তাজের ভোমরা হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী মগুয়া বাজারের দক্ষিণে আল-বাশারাত মৎস্য প্রজেক্টের পাড়ে ঘুরতে যায়। সেখানে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে পরে হাত পা বেঁধে গলায় দা (অস্ত্র) ধরে জোর পূর্বক বলাৎকার করা হয়।