আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। এসময় বেশ কিছু সংখ্যক ককটেল বিস্ফোরিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।
রোববার (১০ জুন) দুপুরে নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য ঘোষিত ছাত্রদলের কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা কমিটির পদধারীরা তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের তালা খুলতে যায়। এসময় পদবঞ্চিতদের সাথে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্ট গানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত শুক্রবার মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটির পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল।
রাসেল/