কুমিল্লায় ছুরিকাঘাতে গরু ব্যবসায়ী গুরুতর আহত

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা সদরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. হৃদয় (২৪) নামের এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে।

আহত হৃদয় চান্দিনা পৌর এলাকার ছায়কোট গোলবাহার বাড়ির আলী আরশাদের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় রেফার করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মো. হৃদয় জানান, শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার সময় নিজ বাড়ি থেকে উপজেলা গেইট এলাকায় যাওয়ার পথে খাঁন বাড়ি তিন রাস্তার মোড়ে সিএনজি অটোরিকশাযোগে মুখোশ পরা চারজন তার ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় তার ডান হাতে ছুরিকাঘাত করে ২৭ হাজার ৪০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘বিষয়টি জানা নেই। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’