কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার কয়লাবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ইটভাটার ১৩ শ্রমিক নিহতের ঘটনায় প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেবে সরকার।
শনিবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম জানান, পাশাপাশি আহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে।
শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এ ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান এ জনসংযোগ কর্মকর্তা।
উল্লেখ্য, শুক্রবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কয়লাবাহী ট্রাক উল্টে ইটভাটার ১৩ ঘুমন্ত শ্রমিক নিহত হন। আহত হন আরও চারজন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ