ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি ছান্দ্রা এলাকায় বৃহস্পতিবার ট্রাক চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৪৩) নিহত হয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মধ্য বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা ওই লোকটি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। সূত্র - ইউএনবি।
আজকের বাজার / এ.এ