কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় মো.সুমন মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০১ জুন) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিপুলাসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সুমন বিপুলাসার ইউনিয়নের বিহড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সুমন তার সিএনজি চালিত অটোরিকশাটি বিপুলাসার বাজার এলাকায় সড়কের পাশে থামিয়ে রেখে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় বেপোরোয়া গতিতে আসা একটি ট্রাক তার অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোর ভিতরে থাকা চালক সুমন ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.জামির হোসেন জিয়া বলেন, খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আজকের বাজার/ এমএইচ