কুমিল্লায় ডিজেপাটির আয়োজকের অর্থদণ্ড

জেলার হোমনায় ডিজেপাটির উৎপাতে অতিষ্ট মানুষ। স্থল ও নৌ পথে উচ্চ শব্দে হর্ণ বাজিয়ে এদের উদ্দাম আনন্দে রাত-দিন দুর্বিসহ করে তুলেছিল মানুষের জীবন। আজ শুক্রবার সকাল ১০টায় ডিজেপাটির এক আয়োজককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার চান্দেরচর ইউনিয়নের নাগেরচরের তিতাস নদীতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি করায় ভাষানিয়া ইউনিয়ন পরিষদের জসীম মেম্বারের ছেলে আবদুল্লাহকে (২৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।
রুমন দে বাসসকে জানান, উপজেলার চান্দেরচর ইউনিয়নের নাগেরচরের তিতাস নদীতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে আয়োজক আবদুল্লাহকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।