কুমিল্লায় তালাবদ্ধ দোকানে আগুন লেগে শিশুর মৃত্যু

কুমিল্লার কংসনগর বাজারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় পুড়ে গেছে প্রায় দেড় শতাধিক দোকান। নিহত নাজমুল হোসেন খোকন (১২) ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, শুক্রবার রাত ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড়ের বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
তিনি বলেন, আগুনে হার্ডওয়ার, জুয়েলারি ও কাপড়ের দেড় শতাধিক দোকান পুড়ে গেছে।

জানা যায়, ওই বাজারের আলী আহাম্মদের কাপড়ের দোকান থেকে আগুন লেগে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আহাম্মদের কর্মচারী নাজমুল তালাবদ্ধ দোকানে আটকা পড়ায় সে বের হতে পারেনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েল থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সকালে স্থানীয় সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজকের বাজার:এলকে/এলকে/ ৩ জুন ২০১৭