কুমিল্লায় তিন ব্যবসায়ী হত্যার দায়ে পাঁচজনের ফাঁসি

কুমিল্লার লাকসামে ১৪০০ টাকার জন্য তিন কাঁচামাল ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লাকসাম শ্রীয়াং এলাকার আব্দুল কাদের (চোরা কাদের) এর ছেলে আব্দুর রহমান (২৫), ইয়াকুব আলীর ছেলে মো. শহিদুল্লাহ সহিদ (২৭), আবদুল মান্নানের ছেলে ফারুক হোসেন (৩০), মো. সেলিমের ছেলে মো. রাসেল (৩০) ও মোহাম্মদ উল্লাহ’র ছেলে মো. স্বপন (৩০)।

রায় ঘোষণাকালে আসামিরা কেউ উপস্থিত ছিল না। তারা জামিনে মুক্ত হওয়ার পর থেকে সবাই পালাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ৬ জানুয়ারি লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে দোকান বন্ধ করে কাঁচামাল ব্যবসায়ী দুই ভাই উত্তম দেবনাথ (২৭), পরীক্ষিত দেবনাথ (১২) এবং পান ব্যবসায়ী বাচ্চু মিয়া (৩৫) ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।

রাত ১২টার সময় লাকসামের শ্রীয়াং এবং রাজাপুর রাস্তার বদিরপুকুর নামক স্থানে তারা পৌঁছালে দণ্ডপ্রাপ্ত আসামিরা ডাকাত পরিচয় দিয়ে মাত্র ১৪০০ টাকার জন্য রাস্তার পাশে ফসলি জমিতে নিয়ে তিনজনকে গলাকেটে হত্যা করে।

নিহত উত্তম দেবনাথ (২৭), পরীক্ষিত দেবনাথ (১২) মনোহরগঞ্জ উপজেলা প্রতাপপুর গ্রামের মণিন্দ্র দেবনাথের ছেলে। আর বাচ্চু মিয়া লাকসাম জগতপুর গ্রামের সামছুল হকের ছেলে।

এই ঘটনায় পরদিন ৭ জানুয়ারি নিহত বাচ্চুর ছোট ভাই কবির হোসেন বাদী হয়ে লাকসাম থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে দীর্ঘ ১০ মাস তদন্ত শেষে লাকসাম থানা পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে আব্দুর রহমান, সহিদউল্লা ও ফারুক হোসেন ওই তিন ব্যবসায়ীকে হত্যার দায় স্বীকার করেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট মো. আবু তাহের এবং আসামিদের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাঈমা সুলতানা মুন্নি।

আজকের বাজার/এমএইচ