কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা জেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে খাদিজা ও মারিয়াম নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৪ বছর।

রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ছাতিয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।

মারিয়াম ওই গ্রামের ইমরান হোসেনের কন্যা। অপর শিশু খাদিজা একই উপজেলার টাকই গ্রামের রফিকুল ইসলামের কন্যা। তারা নানার বাড়ি ছাতিয়ানি গ্রামে বেড়াতে এসেছিলো।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপরে খাদিজা ও মরিয়াম একসাথে খেলার সময় সকলের অজান্তে বাড়ির ছাতিয়ানি গ্রামের ওমদ আলীর বাড়ির দক্ষিণ পাশের ডোবার পনিতে পড়ে যায়। একসময় ওই দুই শিশুকে ডোবার পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএম/