কুমিল্লায় প্রতিপক্ষের গুলিতে ইসলাম (৩৫) নামের আহত এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। ইসলাম ওই উপজেলার বাজরা গ্রামের রাজু মিয়ার ছেলে।
এ ঘটনা ঘটে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দিতে গোমতী নদী কেন্দ্রিক জলদস্যুদের একাধিক গ্রুপ দীর্ঘদিন ধরে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। ডাকাতরা নৌ পথে যাত্রী ও পণ্যবাহী জাহাজ, লঞ্চ ছাড়াও বালু ও মাটি পরিবহন করা বড় নৌকা ও ট্রলারের চালকসহ যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজি, হামলা, মালামাল লুটসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত ইসলামের বিরুদ্ধে দাউদকান্দিসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিভিন্ন অপরাধে কমপক্ষে ১০টি মামলা রয়েছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি।
আজকের বাজার/আর আই ্এস