জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় ৩০ জন প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (গোপনীয়) অতীশ সরকার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার অতীশ সরকার বলেন, কুমিল্লা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ৩০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে ৩০টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান