কুমিল্লায় ফাগুনী ভালোবাসার উৎসব শুরু

কুমিল্লা নগর উদ্যানে নারী উদ্যোক্তাদের ফাগুনী ভালোবাসার উৎসব শুরু হয়েছে। প্রায় অর্ধশত স্টলে তিন শতাধিক নারী এ মেলায় অংশগ্রহণ করে। আজ ছুটির দিন শনিবার সকালেই ক্রেতাদের প্রচন্ড ভিড় দেখা গেছে। আগামীকাল রোববার সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা।
নারী উদ্যোক্তা হালিমা খাতুন রিতু বাসসকে জানান, ৪৫টি স্টল রয়েছে। নারী উদ্যোক্তা রয়েছেন শতাধিক। বিক্রি ভালোই হচ্ছে। ইত:পূর্বে একদিনের আয়োজনের করেছি। মানুষের প্রচুর আগ্রহ দেখে, এবার তিন দিনের আয়োজন করেছি। আজ শনিবার মেলার দ্বিতীয় দিন চলছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এ মেলা চলবে।
আয়োজক কমিটির সদস্য জান্নাতুল পলি বাসসকে জানান, আমাদের ফাগুনী ভালোবাসার উৎসব এটি। এখানে ঘরোয়া খাবার, খাদি, বাটিক, হাতের কাজের পোশাক, শিশুদের নান্দনিক পোশাক মেয়েদের সাজ সরঞ্জাম, নকশি কাঁথা, থ্রি পিস, টু-পিস, মধু, কলোজিরা, মৃৎ শিল্পসহ শতাধিক পণ্যের সমাহার ঘটেছে। এখানে বেশি হচ্ছে ঘরোয়া খাবারের স্টল। আর খাবার পণ্য বেশি বিক্রি হচ্ছে। শুক্রবার প্রথম দিনে প্রত্যাশায় থেকে বেশি বিক্রি হয়েছে। আজ শনিবার ও আগামীকাল র্ােববার এ মেলা চলবে।