জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, সংগ্রাম ও ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য গত কয়েক বছরে কুমিল্লায় ২০টি ভাস্কর্য ও ম্যুরাল স্থাপন করা হয়েছে। দৃষ্টিনন্দন এসব স্থাপনা দেখে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর প্রতি দারুণভাবে উজ্জ্বীবিত হচ্ছে। এছাড়া এসব দেখে তরুণদের দিন দিন আগ্রহ বাড়ছে বঙ্গবন্ধু সম্পর্কে জানার। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে নতুন নতুন এসব ম্যুরাল। এসব স্থাপনায় প্রতিবছর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, বঙ্গবন্ধুর মুত্যুবার্ষিকী জাতীয় শোকদিবস ও দলীয় বিভিন্ন দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বছরজুড়ে বঙ্গবন্ধুকে এমন শ্রদ্ধা জানানোর কারণে তার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ও জানার পরিধি বাড়ছে।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহিরুল হক দুলাল বলেন, ইতিহাসের মহানায়ক জাতির জনকের ম্যুরালগুলো স্থাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, কর্ম নতুন আঙ্গিকে উঠে আসবে। জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, মুজিব বর্ষ উপলেক্ষে জাতির পিতা সম্পর্কে আগামী প্রজন্মকে জানানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর মাত্র কদিন পরেই শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে নানা আয়োজনে উদযাপিত হবে জাতির জনকের জন্মশতবার্ষিকী। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন আরও ব্যাপক পরিসরে পরিচিতি লাভ করবে বলে তিনি মনে করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান