কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম আল আমিন(৩৫)। সে জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুন্ডা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পাইপগান ও দুটি রামদা, দুটি ছোড়া ও পাঁচটি মুখোশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, নিহত আল আমিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কসহ মুরাদনগর এবং আশপাশের উপজেলায় ডাকাতি করে আসছিল। তার নামে মুরাদনগরসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।

মুরাদনগর থানার ওসি একেএম মঞ্জুর আলম জানান, মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুন্ডা এলাকায় ডাকাত আল আমিন তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও ৩৫ রাউন্ড শটগানের পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাত আল আমিন গুলিবিদ্ধ হয়। আমিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের এসআই গোফরান এবং কনস্টেবল শামীমসহ তিন পুলিশ আহত হয়। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

আজকের বাজার/ এমএইচ