কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। এছাড়া ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে নগরীর রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল নগরীর দক্ষিণ চর্থা এলাকার নোমান ওরফে সবুজের ছেলে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, মাদক উদ্ধার অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ী তোফায়েল ও তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে তোফায়েল গুলিবিব্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি ছুরি ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। নিহত তোফায়েলের বিরুদ্ধে ছয়টির বেশি মামলা রয়েছে বলে জানান ওসি।

আজকের বাজার/এমএইচ