কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাতরা এলাকায় বৃহস্পতিবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, সে জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী।
নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম ওরফে কুটু (৩০)। তিনি আদর্শ সদর উপজেলার সাতরা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক ও ৩টি কার্তুজ এবং ৬৫২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়ার ভাষ্য, শহিদুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে শহিদুল ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে শহিদুল গুলিবিব্ধ হয়ে আহত হয়।
পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে অস্ত্র মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০-১২টি মামলা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ