জেলার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরার বাজার এলাকায় এ দুর্ঘটান ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।নিহতদের পরিচয় জানা যায়নি।
মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাফর ইকবাল বাসসকে বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে প্রথমে একটি ট্রাক্টরে ধাক্কা দেয়। এরপর বাসটি যাত্রীবাহী ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে।