কুমিল্লায় বাস চাপায় যুবক নিহত

কুমিল্লা জেলা

কুমিল্লার বুড়িচংয়ে বাস চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং নিমসার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম ফারুক হোসেন (৩০)। ফারুক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের মৃত তারু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজারের এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ফারুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাস পুলিশের হেফাজতে রয়েছে।

আজকের বাজার/একেএ