কুমিল্লার সদর দক্ষিণের পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রামের সজল, কাজল ও শাহিন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে স্থানীয়রা তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ