কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গঙ্গারী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
মিয়াবাজার মহাসড়ক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন সড়ক দুর্ঘটনা ও হতাহতদের তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি, বলেন তিনি।
আজকের বাজার/এমএইচ