কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলাসহ বিভিন্ন অভিযোগের কথা জানায় পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএ বি) মো. আজিমুল আহসান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ জনকে নাশকতার মামলায় এবং বাকিদেরকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ