কুমিল্লায় আদালতে বিচারকের সামনেই এক আসামি আরেক আসামিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
সোমবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক মনোহরগঞ্জ উপজেলার অহিদ উল্লাহর ছেলে। ঘাতক হাসানের বাড়িও একই এলাকায়। তারা মামাতো ও ফুফাতো ভাই এবং উভয়ে একটি হত্যা মামলার আসামি।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, দুপুরে আদালতে হত্যা মামলার শুনানি চলাকালে হাসান ধারালো ছুরি দিয়ে ফারুককে এলোপাতাড়ি আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় ফারুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হাসানকে আটক এবং আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ