দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড সেবা মাস কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার ০১ আগস্ট কুমিল্লা শাখায় এ কার্যক্রম শুরু হয়। পুরো আগস্ট মাস ধরে এ কার্যক্রম চলবে।
কোম্পানি সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, এ কার্যক্রমের অংশ হিসেবে মাসব্যাপী বিনিয়োগকারীরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিনিয়োগকারীদের জন্য স্ক্রাচ কার্ড এবং র্যাফেল ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকবে। এ ছাড়াও শেয়ার বাজারে বিনিয়োগ সম্পর্কিত ফ্রি সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।
সেবা মাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসাইন। আরো উপস্থিত ছিলেন, ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও শরিফ এম এ রাহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আজকের বাজার: আরআর/ ০২ আগস্ট ২০১৭