কুমিল্লায় মোজাফফর আহমদের তৃতীয় জানাজা সম্পন্ন

মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদ সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

কুমিল্লা টাউন হল মাঠে রোববার সকাল ১০টায় এ জানাজা হয়।

এ সময় কুমিল্লা টাউন হল মাঠে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে ঢাকা থেকে মোজাফফর আহমেদের মরদেহ কুমিল্লায় নিয়ে আসা হয়।

জানাজায় ইমামতি করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন- মো. আবুল ফজল মীর, এসপি সৈয়দ নুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লি।

তৃতীয় জানাজা শেষে তার মরদেহ নেয়া হচ্ছে কুমিল্লার দেবিদ্বারে নিজ বাড়িতে। সেখানে বাদ জোহর চতুর্থ ও শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আজকের বাজার/এমএইচ