কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে জিংলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শফিকুল ইসলাম, শাহীন মোল্লা ও রমজান আলী। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঢাকাগামী খাদিজা ভিআইপি পরিবহনের একটি বাস হঠাৎ রাস্তার পাশে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এছাড়া ১৫ জন যাত্রী আহত হন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান