ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকার আজ এক সড়ক দুর্ঘটনায় ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। সকাল ৯টায় জেলার সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকার এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার দুর্লভপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমান হোসেন (৩০), একই উপজেলার কিসমত গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫)। ময়নামতী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাসসকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি কুমিল্লার পদুয়ার বাজার ফ্লাইওভারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হয় আরও দুজন যাত্রী। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।