কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে কুমিল্লা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের গোয়াল মথন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নেতার নাম অ্যাডভোকেট সফিকুল ইসলাম সাগর। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় কালিনগর গ্রামের মনু মিয়া পুত্র সফিকুল ইসলাম সাগর মোটরসাইকেলে আদালতে যাচ্ছিলেন। পথে গোয়াল মথন নামকস্থানে পৌঁছালে ফেনীগামী মদীনা ট্রান্সপোর্টের একটি বাস তাকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিডিপ্যাথ হাসপাতালে ভর্তি করলে দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।
আজকের বাজার/একেএ