কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, মা-মেয়ে আহত

প্রতীকী ছবি

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এবং আহত হয়েছে আরও দুইজন।

নিহতরা হলেন- ঢাকার দক্ষিণখান আশকোনা এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াছি ইসলাম। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আমিনুল ইসলামের স্ত্রী ইয়াছমিন বেগম ও মেয়ে আফসা আক্তার।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে পালপাড়া এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম কুমিল্লার বি-পাড়া উপজেলার শিদলাই গ্রামে তার শশুর বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে সপরিবারে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে।

কোতয়ালি থানার ওসি আবু সালাম মিয়া জানান, সকাল ৭টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। অটোরিকশায় থাকা চারজন মারাত্মক আহত হন। আহতদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ও ওয়াসির মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি আরো জানান, ঘটনার পর থেকে অটোরিকশার চালক পলাতক রয়েছে।

আজকের বাজার/এমএইচ