কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

কুমিল্লা দাউদকান্দিতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাসের আরোহী শিশুসহ চারজন নিহত হয়েছে; আহত হয়েছে আরও ছয়জন।

দাউদকান্দি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো.আবুল কালাম আজাদ জানান, দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা দীঘির এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার ১০ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া এলাকার শাহাবুদ্দিন (৩৫), আবু হানিফ (৬) ও নূরুল হাসান রিফাত (২৯)ও সাতকানিয়া এলাকার আমজাদ হোসেন (২৮)।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আবুল কালাম বলেন, চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

আজকের বাজার: আরআর/ ১১ ডিসেম্বর ২০১৭