বাজারে সয়াবিন তেল মজুদ রেখে সংকট তৈরির চেষ্টা এবং নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের জেএমটি এন্টারপ্রাইজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল সাড়ে ৯টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে জসীম উদ্দিনের পরিচালনাধীন মেসার্স জেএমটি এন্টারপ্রাইজকে সয়াবিন তেল মজুদ রেখে সংকট তৈরির চেষ্টা, নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত দামে বিক্রি, সরকারি রাজস্ব ফাঁকি এবং ডিলিং লাইসেন্স না থাকায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান