কুমিল্লায় বিভিন্ন দেশ থেকে আসা ৯২ জন প্রবাসীদের উপজেলাগুলোর হোম কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণ রোধের জন্য পৃথক রাখার ব্যবস্থা) রাখা হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, রবিবার সকাল পর্যন্ত কুমিল্লার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা ৯২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদের পরামর্শ দেয়া হয়েছে। ১৪ দিন পরে করোনাভাইরাসের কোনও লক্ষণ দেখা না গেলে তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবে। তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সবাইকে পরামর্শ দিয়েছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান