কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ১২শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুলাই) দিবাগত রাত পৌঁনে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম তোফাজ্জল হোসেন (২৬)। তোফাজ্জল হোসেন রাজধানীর কেরানীগঞ্জ দক্ষিণ থানাধীন পূর্ব আরাকুল এলাকার সফিকুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আজকের বাজার/একেএ