কুমিল্লার মুরাদনগরে আমদানি নিষিদ্ধ ১৩০০ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সদস্য নরেশ পালের স্ত্রী নিলীমা রানী (৫০), লালমনিরহাট সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত নরেশ চন্দ্র রায়ের ছেলে নিখিল চন্দ্র রায় (৩৫) ও বরগুনার আমতলী গ্রামের আমির আলী হাওলাদারের ছেলে সাঈদ (৩০)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরির্দশক মোহাম্মদ এমদাদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম পুলিশের সহযোগিতায় উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরে নরেশ পালের হোমিওপ্যাথিক ওষুদের একটি কারখানা থেকে আমদানি নিষিদ্ধ ১৩০০ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এসময় মেম্বারের স্ত্রীসহ ২জন কর্মচারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের রোববার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হবে।
আজকের বাজার/একেএ