জেলার সুয়াগাজী ফরেস্ট রেঞ্জে পাঁচ লাখ টাকার অবৈধ কাঠ আটক করেছে বন বিভাগ। আজ বুধবার সকাল ১০টায় এসব অবৈধ কাঠ আটক করা হয়। এ সময় ট্রাক ভর্তি অবৈধ সেগুন কাঠ রেখে পালিয়েছে চালক-হেলপার। সূূত্র জানায়, বুধবার সুয়াগাজী ফরেস্ট রেঞ্জের সামনে দিয়ে কাঠ বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এসময় ফরেস্ট রেঞ্জের লোকজন ট্রাকটি থামার জন্য সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে ড্রাইভার সামনের দিকে চলে যায়। বনবিভাগের লোকজনও তাদের ধাওয়া করে।
ট্রাকের সামনে গিয়ে ব্যরিকেড দেয়। এ সময় ড্রাইভার ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়। বন কর্মকর্তারা ট্রাক ও সেগুন কাঠ জব্দ করে। সুয়াগাজী ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন সহকারী স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাবুল ও বন প্রহরী মাসুদ আলম মোল্লাসহ আরও অনেকে।
এ বিষয়ে কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, ৪৫০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছি, যার মূল্য পাঁচ লাখ টাকা। এবছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৫ ট্রাক কাঠ জব্দ করতে সক্ষম হয়েছে কুমিল্লা বনবিভাগ। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান